সেই কালো যাদুকর আবার কী তবে
ফিরে এলো পৃথিবীতে! আবার শুনতে
পাই, চারিদিকে নগ্ন কুচকাওয়াজ  
যুদ্ধাস্ত্রের, অশান্তির ডামাডোল। গুপ্ত
কক্ষে বসে, ওরা কারা নীল নক্সা আঁকে
পৃথিবী ধ্বংসের! যুদ্ধ ভয়ে ভীত, ক্লান্ত
পাখিটিও, ঘুমহীন রাত্রি পাড় করে
সঙ্কটে। অলক্ষ্যে হেসে চলে যাদুকর।


কালো যাদুকর তুমি ফিরে যাও; নাও
সড়িয়ে শ্বাপদ শ্যেন দৃষ্টি তোমার, এ
পৃথিবী থেকে। অনেক কষ্ট, ত্যাগে গড়া
সভ্যতা মোদের! উহু, দোহাই তোমার
সব ধূলিসাৎ করো না তুমি, যুদ্ধ যুদ্ধ
খেলায়! অন্যকোথাও যাও যাদুকর!


#
[যুদ্ধবিরোধী কবিতা।]