রৌদ্রত্রপা,
কী দারুণ বৃষ্টি যে ছিল আজ সারাদিন শহরে
অন্ধকার অলিগলি, কালো রঙ মেঘের আকাশ
দমকা ঝরো হাওয়া
আহা, কী দারুণ বৃষ্টি যে গেল সারাদিন রৌদ্রত্রপা!
আমি ভিজেছিলাম
রিমঝিম রিমঝিম বৃষ্টিতে ভিজে ভিজে নেচেছিলাম
গলা ছেড়ে গেয়েছিলাম গান
কী দারুণ আনন্দেই না কেটে গেল আমার সারাটি দিন!
রৌদ্রত্রপা,
তোমাকে ডেকেছিলাম
তুমি আসনি
তোমার ভয় ঝরের, দমকা হাওয়ায় ভেসে কূল হারাবার!
কী বোকা তুমি
এমন হিরন্ময় বৃষ্টির দিন বৃথাই গেল তোমার
তুমি এলে না
তুমি ভিজলে না
কিন্তু যারা আজ বৃষ্টিতে ভিজেছিল, তারাই শুধু জানে
কী দারুণ উপভোগ্য একটি বৃষ্টির দিন যে গেল সারাদিন—
ভিজবার, ভাসবার দিশাহীন
ভেসে ভেসে দুকূল হারাবার...