কতো কথা হলো বলা
কিন্তু বলাই হলো না আর
যে কথা বলবার ছিল আয়োজন দুজনার
রক্তের চাপ কালো রাত নিয়ে এসেছিল
লাল রোদ্দুরের দুপুরে
আমি সুচালো কাটায়ালা একটা সজারু
দেখলাম, সহসা তোমার চোখে
প্রাণপণে ছুটে পালাচ্ছিল
লোকালয় ছেড়ে হয়তো কোনও গহীন অরণ্যে
হয়তো যেখানে ওর ঘর
অনিকেত কারই বা ভালো লাগে বলো,
কী ভয়ঙ্কর !
হয়তো তুমিও তাই দেখেছিলে আমার দুচোখে
তারপর অনেক কথা হলো বলা
অনেক গল্প হাসি ছন্নছাড়া বাচাল প্রলাপ
আর এক পর্যায়ে আমরা পা' বাড়ালাম
যে যার ভিন্ন পথে
অর্থহীন এক দীর্ঘশ্বাস পরেছিল যেতে যেতে
মরুময় ধূধূ বুক চিরে,
হয়তো তোমারও !