ইডা, বলো, কেন এতো আকাঙ্ক্ষা সতত এ-জীবনে
অপেক্ষার অবিশ্রান্ত ঘড়ি, জঙ্গ ধরা পেন্ডুলাম;  
নৈবেদ্য সাজানো সযতনে—স্বপ্নঘোর প্রত্যাশায়,
তুমি, আমি—এই বুড়ো  পৃথিবীর তাবৎ মানুষেরা।
কেন আমি পারি না ঈশ্বর হতে, তুমিও পার না!
কেন তুমি শুধু  ফিরিয়েই  দাও আমার  দুহাত!
কেন নির্বোধ পুরনো ঘড়িটা কখনও দাঁড়ায় না,
নড়বড়ে জঙ্গ ধরা পেন্ডুলাম—কী সচল তবুও!