পৃথিবীর সব সুখ তোমার হাসিতে খুঁজে পাই আমি,
তোমার মুখটি ঠিক যেন এক অবারিত পুষ্পোদ্যান,
তোমার ছোঁয়াতে আন্দোলিত ফিরদৌস জামান মুকুল;
আর কেউ নেই কোথাও তোমার মতো ভালবাসবার।
বহুরূপী মানুষের ক্রূর স্বার্থান্ধতা শুধু সবখানে
জীবন ধারণ করে তোলে নরকসম যন্ত্রণাময়।
এর মাঝে মা তোমার স্নেহার্দ্র কোমল প্রিয় মুখখানি
যখনই যেমন মনে পড়ে যায়, আমি ভুলে যাই সব
কষ্ট, সব গ্লানি এই পরাভূত নিস্তরঙ্গ জীবনের।
রিক্ত কালো রাত, ঘোর অমানিশা সরে যেয়ে আসে আলো
ফিরে পাই বহুদূরে ফেলে আসা সেই লাল রৌদ্র দিন;
আবার নতুন করে বাঁচবার সাধ জাগে পৃথিবীতে।
মাগো তোমার মুখের মধুর হাসিতে ফোটে ফুল
সান্দ্র ফল্গুধারা বয় চারিদিকে, সারাটি পৃথিবীজুড়ে।