কতো কথা বলা হলো তবু, ফলাফল তথৈবচ,
বদলায়নি  কিছুই সব ঠিক আগেরই  মতোন।
যোদ্ধাগণ তরবারি ফেলে আজ করে হাল চাষ,
সে বিপ্লবীরাও আজ ভৃত্য কোনও গোপন প্রাসাদে,
হেরেমের চৌকিদার নয়তো  পাহারাদার দুর্গে ;
রাজাধিরাজ আয়েশ করে চিবুচ্ছেন মিষ্টি পান,
বাইজীরা ব্যস্ত আপ্রাণ রাজার পূর্ণ সেবা যত্নে;
বদলায়নি  কিছুই সব ঠিক আগেরই  মতোন।


বড় বড়  বুলি শুধু  আওড়ানো হলো কিছুকাল ;
কিছু দেশী নৃত্য, কিছু বিদেশি ওয়ান টু ছা-ছা-ছা।
পরাধীনতা  আসলে এদের  দারুণ  মজ্জাগত,
হাভাতের দল সব পারে  শুধু  নতজানু  হতে ;
কঙ্কালসার শরীরে এসে দাঁড়ায়... রাজ্যাভিষেকে,
'মহারাজ দীর্ঘজীবী হোন'—শ্লোগানে মুখর দেশ!