কল্পিত এক নগরী আমাকে ডেকেছে কতোবার!
যেখানে নেই মানুষে মানুষে বিভেদ কণামাত্র,
সবাই একত্রে সুখে দুঃখে মিলেমিশে করে বাস।
যেখানে নেই ক্রন্দন, নেই হাহাকার বঞ্চিতের,
সবার রয়েছে এক স্বাভাবিক সুখের জীবন,
প্রাচুর্য বা বিত্ত নয়, শুধু এক নিশ্চিত জীবন;
খেয়ে পরে বেঁচে থাকা, আর আশ্রয় খড়কুটোর,
সবার জন্য শিক্ষা ও চিকিৎসার পূর্ণ বন্দোবস্ত।


সেই কল্পিত নগরী পৃথিবীর কোথাও কী নেই?
সেই কল্পিত নগরী পৃথিবীতে  কী হবার  নয়?
নিশ্চয়ই হতে পারে—যদি সত্যি সবাই তা চাই,
শোষণ  বঞ্চনা মুক্ত , এক স্বচ্ছ শান্তির নগরী !
এসো, এই শুভ যাত্রা শুরু করি আমরা এখনই,
সমস্ত পৃথিবী হোক—আমার সে কল্পিত নগরী।