ফাঁসি কাষ্ঠে ঝুলে আছি, অপেক্ষা করছি মৃত্যুর
আমার অপরাধ, আমি মুক্তি চেয়েছিলাম
মানুষের এইসব অর্থহীন নাটকীয় শৃঙ্খল থেকে
আমি দ্ব্যর্থহীন বলেছিলাম যে, পৃথিবীতে গ্রন্থকৃৎ
এযাবতকালের সমস্ত দর্শন-তত্ত্ব ভুল মিথ্যে ও বানোয়াট
মানবসভ্যতা রক্ষার্থে ওগুলো আশু ধ্বংস করা দরকার।
যা তথাকথিত এই সভ্য সমাজের বিচারালয়ে
ঘোরতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে
আমি দণ্ডিত হয়েছি, আমৃত্যু ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের।


‘ধর্মাবতার, শুধুমাত্র ইচ্ছা ও স্বতন্ত্র উপলব্ধির জন্য
আজ আমাকে এখানে মৃত্যুদণ্ড দেয়া হলো
কিন্তু আমি কোনও ব্যক্তি গোষ্ঠী সমাজ বা রাষ্ট্রের ক্ষতি করিনি...
এ কেমনতর প্রহসন আপনাদের বিচারালয়ে?’
একটিবারমাত্র কাঠগড়া থেকে জানতে চেয়েছিলাম উচ্চস্বরে
কিন্তু উত্তর পাইনি
আরামকেদারায় বসা প্রবীণ ভদ্রলোক দীর্ঘ অলস এক হাই তুলে
আরেকদিকে মুখ ফিরিয়ে নিলো অবজ্ঞাভরে
মুচড়ে ভেঙে ফেললো কলম।