আজ রাতের আকাশটা ভারি নীল
লোকে বলে নীল নাকি বেদনার রঙ
কিন্তু আমার তো বেশ লাগে নীলাকাশ
নীল ফুল, নীল পাখি, নীল প্রজাপতি।
আমার একটা নীল রঙের শার্ট ছিল
আমার খুব প্রিয় ছিল সেই শার্টটি
কোনও উপলক্ষ্য ছাড়া ওটা পরতাম না
ধুয়ে ইস্তিরি করে পরিপাটি ঝলমলে শার্টটি
সচরাচর তুলেই রাখতাম ওয়্যারড্রবে,
তারপর শেষ পর্যন্ত যে কী হয়েছিল শার্টটির,
জানি না!
শার্টটি কি হারিয়ে গিয়েছিল নাকি পুরনো
হয়ে যাবার পর ছুড়ে ফেলে দিয়েছিলাম
আবর্জনার ঝুরিতে,
আজ আর তা মনে নেই আমার!
কিন্তু আমার বড্ড জানতে ইচ্ছে করে
শেষ পর্যন্ত ঠিক কি হয়েছিল শার্টটির,
কেন ওটা আজ আমার সংগ্রহে নেই!
আমার দারুণ প্রিয় ছিল সেই নীল শার্টটি।
নীল রঙ আমার তো দিব্যি বেশ লাগে
কিন্তু মানুষ কেন যে এতো বীতশ্রদ্ধ নীলে,
কে জানে!