এক.
যদি বলি চলো অক্লেশে পাড়ি দেই- এ পথ জীবনের
এখন এখান থেকে; উহু, একবারও না তাকিয়ে
পিছু ফিরে- যেভাবে সাঁঝের বাতি জ্বলা আবছায়া
আকাশে বেলাবেলি পাখিরা ফিরে যায় কুলায়?


জানি, তুমি আসবে না!


দুই.
কেন অংশত ভালবাস, কর অংশত প্রেম
পয়সার আরেক পিঠে রাখো সমূহ সংশয়, বস্তুবাস্তবতা!
কেন সমুদয় ভালবাসতে পারো না
বোঝো না কাকে বলে সমুদয় প্রেম


যখনই যেমন বাড়াই হাত, হাতে হাত রেখে
নিঃসংশয় চলা পাশাপাশি
উচ্চ কণ্ঠে বলা, 'ভালবাসি ভালবাসি'
যা বলে বলুক লোকে!