রৌদ্রত্রপা ঘুমিয়ে পড়েছ কি
আর্দ্র রাত্রির বিষণ্ণতার চাদরে ঢাকা ঘুমে
হয়তো আচম্বিত নীল স্বপ্নের মাঝে
আমি এসে ছুঁয়েছি তোমার চিবুক
অবগুণ্ঠন সরিয়ে লজ্জানত চোখে
তাকিয়ে আছ তুমি আমার চোখের 'পরে।
রৌদ্রত্রপা স্বপ্নের নায়কেরা জীবনে আসে না কোনদিন
অনাগত ঘুম ভাঙা ভোরে
তাই আমি চাই না
আমার কথা ভেবে তুমি কাঁদ নিভৃতে।
স্পর্শের বাইরে তোমার দুটি হাত
রৌদ্রত্রপা আমি আজও খুঁজে ফিরছি
তোমার বাড়ির ঠিকানা।