রৌদ্রত্রপা,
দারুণ নিরুত্তেজ হিম এই ম্লানাভ রাতে
একটি গোলাপ আমি ছিড়ে চলেছি
—পাপড়ির পর পাপড়ি—
ছিড়ে চলেছি...
এই অঘুমের বিকট কালো রাতে।
রৌদ্রত্রপা,
এখন আর গোলাপ আমার ভালো লাগে না
গোলাপের রঙ-ঘ্রাণ কিচ্ছু ভালো লাগে না
এখন তোমাকে আর ভালো লাগে না,
আমাকে ভুলে যাও তুমি
—বেঁচে থাকো সুখে—
মনে কর আমি তোমার এক দুঃস্বপ্ন ছিলাম—
ভুলে যাও এই গোলাপ হন্তারককে।