তুমি মানুষ নও


[আয়েশা লতিফ কর্তৃক শিশু সাবিনার ওপর অমানবিক শারীরিক নির্যাতনের প্রতিবাদে।]


প্রথম যখন তোমাকে দেখেছিলাম
এক নিটোল সুশ্রী নারী মুখ
পরিপাটি চাকচিক্যময় বেশভূষা
চেহারাতেও আভিজাত্য সুস্পষ্ট
সর্বোপরি এক আকর্ষণীয়া
অভিজাত রমণী তুমি
প্রথম দর্শনেই ভাল লাগার মতো;
আমিও অন্য অনেকের মতোই
মুগ্ধ হয়েছিলাম তোমার রূপে।
তারপর যখন জানতে পারলাম
শুধুমাত্র একটি ডিম পোচ
যথাযথভাবে করতে না পারার
জন্য তুমি তোমার সন্তানসম
শিশু গৃহপরিচারিকার সারা শরীর
ঝলসে দিয়েছ আগুন তপ্ত খুন্তির
ছ্যাঁকা দিয়ে, রুটি বানানোর
বেলন দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে
রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছ
বীভৎস পৈশাচিক উন্মাদনায়!
আর আমার তখন মনে হলো
ওই সুন্দর মুখটা আসলে কোনও
মানুষেরই মুখ নয়,
ওটা ভয়ানক কুৎসিত এক
ডাইনির মুখ,
প্রেতলোক থেকে পালিয়ে এসে
ভর করেছে মানুষের শরীরে।
আমি তখন তোমাকে ছাপিয়ে
তোমার ভিতরের সেই কুৎসিত
চেহারাটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম,
একটা ক্রূর বিকটদর্শন ডাইনি।
উফ, কী ভয়ঙ্কর কী বীভৎস!
জীবনে আমি আর দ্বিতীয়বার
দেখতে চাই না ওই মুখ!
না না তুমি মানুষ নও,
তুমি কিছুতেই মানুষ হতে পার না
একটা ক্ষতিকর অশুভ প্রেতাত্মা তুমি
ডাইনি, ডাকিনী, পেত্নী, পিশাচী
এরকম কোনও নাম তোমার;
মানুষের বেশে এই সবুজ শান্তির
পৃথিবীতে নষ্ট, অভিশপ্ত বিচরণ!
তুমি মানুষ নও
তুমি মানুষ হতে পার না।