আজ মনে হয় ভাববো না আমি,
সেদিনের সেই কাব্য কাহিনি,
নতুন করে জাগবো আবার
আনবো নতুন কুসুম বাহার,
সাত নরকের অগ্নি নিভিয়ে
নতুন ভাবে সৃষ্টি সাজিয়ে-
বসুধারে দিব নব নব রূপ
আনবো রতন যা আছে অরূপ,
অন্তরে তবু ঝড় তুলে দেয় অতীত দিনের খনি-
দেখি, দুর হতে ভ্রূকুটি হানিছে অতীতের মৌসুমী।