কথা দিয়েছিল ফিরে আসবে
জীবন্ত সমাধি  হতে
প্রলয় সমুদ্র পার করে
বাহু মেলি আনন্দে
ধ্বংস বিদীর্ণ - ভগ্ন জীর্ণ
এই হৃদয়  মাঝারে;
ফেরে নাই -- আসে নাই সে।
অন্ধ অতীত যেন থেকে থেকে
হিংস্র নাগিনীর মত ছোবল মারে,
দুর অতীতের পানে চাহি
মনে হয়
পিংগল জটাজাল সম
ঝাপসা -- যেন কুজ্ঝটিকা।

তবু বহুদিন  হল পার
ফুরাল বহু মুল্যবান সময়
সময়ের হাত ধরে চলতে চলতেও
আসে নাই সে;
শুধু বিরাট জিজ্ঞাসা
বুকে লয়ে ছোট্ট হৃদয় কে
সান্ত্বনা দেওয়া,
ঝিল্লির তান আর
শ্বাপদের চিতকার লয়ে
কেটে যায় বিনিদ্র বিভাবরী।
তবুও হারায়-- তবু ব্যথা পায়
পিঞ্জর মাঝে আঁকড়ে থাকা
ছোট্ট হৃদয়।

চোখে পড়ে
নগ্নতার সাথে অতীতের
বর্বর দন্তবিকাশ ;
তবু অশ্রুবাষ্প লয়ে
দুচোখের প্রতীক্ষা
আজ ও তার তরে,
হায় -- মেনে নিতে হয়।

কিন্তু সান্ধ্য আকাশ কে সাক্ষী রেখে
যখন সে দিয়েছিল কথা,
সাক্ষী ছিল চন্দ্র সুর্য
অগনিত তারারা,
ইতিহাস যেন ভ্রুকুটি হানিছে
হিংস্র  কুটিল বর্বরতা লয়ে।

স্বপ্নের রং সেদিন
তুলি দিয়ে হয়েছিল আঁকা,
হয়তো বা ইন্দ্রধনু কেও হার মানাত--
মুখ লুকাতো  চরম লজ্জায় ;
হায় - তবু সুর্য ডুবে যায়।

পুরানো ক্যানভাসের দিকে চাহি
দেখি সেই নক্ষত্র খচিত আকাশ ----
সেই হাসি গান ----- অংগীকার,
মর্মান্তিক।
বয়ে যায় শান্ত সমীর,
খরস্রোতা স্রোতস্বিনী মিলায় পাথারে,
দিন হয় -- রাত যায়
জীবন ফুরায়,
শুধু ফেরেনা সে হায়