কিছু কথা


বেশ কিছু কথা এখনও বলা বাকি,
জমে থাকা কথা গুমোট অন্ধকার ।
দুজনে দুজনের দিকে চেয়ে থাকি ।


অস্তমিত আকাশে আলো আঁধার,
নির্বাক দুজনে একাকী দাঁড়িয়ে ।
শেষ খেয়া বৈতরণী পারাবার ।


শেষ যেদিন গেছিলো হাত ছাড়িয়ে,
লজ্জা মাখা ছিলো চোখ কুহকিনী ।
আজ যদি দেয় হাতখানা বাড়িয়ে ,


ধরবো কি ধরবোনা এখনো ভাবিনি।
যদিও তারই জন্য আছি অনন্ত অপেক্ষায় ,
এতদিন পরে তাকে সত্যি কি চিনি?


সময়ের বৈতরণী ধীরে বয়ে যায়.....


অর্ণব, ধানবাদ (ঝাড়খন্ড )।