চোখে আমার জল যে আসে মনেতে নাই সুখ
ছোট্ট বলেই কি সবাই আমার মনে তে দেয় দুখ।
থাকি আমি ছাতের ঘরে একলা একা বসে
রবি ঠাকুর শুধু থাকেন বসে আমার পাশে।


মা বলে খালি পড়ো পড়া, খেলবে নাকো মোটে,
সারাদিনের কাজ করে জীবন আমার ছোটে।
বাবা আমার ভীষন রাগী একটুতে দেন মার
অঙ্ক করতে বসেই করি দুই আর এক এ চার।


আমি ভাবি ছড়ব গাছে জলে ভেলা ভাসাব
ঘোড়ার থেকে ছুটবো জোরে পাখির মত উড়ব।
মা বলে আদর করে খোকন,কবে হবি বড়
দুস্টুমি আর করবি নাকো, হবি ভাল আরো।


একা থাকলেই ভয় করে, সেটা ভূতের নয়
মা যদি যায় দুরে চলে সেটাই করে ভয়।
যতই বকুক তবু মাকে আমি খুবই ভালবাসি
তার হাসিমুখ দেখলে পরে আমি ভীষন খুশি।