সীমাহীন গগনে তোমার অনুজ্বল আলো,
পথ হারানো পথিকের দিন,
কাটছে ভালো ।।
স্রোতের তরে তলিয়ে গিয়েছে,
বিশেষনের সেই রুপ।
পথিকের ঠাই তো একটাই,
পুরোনো ধংসস্তুপ ।।
ধূলিকনার সেই উত্তাপ,
মিশেছে শীতল কুয়াশায় ।
জীবিত হবে মৃতদেহ,
পথের ভিক্ষুক সেই আশায় ।।
তোমার আগমনে,
হয়েছিল কোন এক অশ্রুপাত ।
রুদ্ধ হয়েছে মনের দ্বার,
রোজ এসেছে নিত্য় নতুন প্রভাত ।।
দাহন হয়েছে শতকাল,
মিলেছে দূর্ভাগ্য়ের জাল ।
মমতার মায়া তোমারই শেখা,
উদয় হতে চায় পেছনে ফেলে,,
মৃতদেহের আঁধারে বাধা রেখা ।।।