ব্যাস্ত দুনিয়ার মাঝে,
সে ছিল একটি কন্যা ।
যাহার কণ্ঠস্বরে,
এসেছিল এ জীবনে,
ভালবাসার মৃদু বন্যা ।
জোয়ার ভাটার টানে,
ভেসেছিলাম আমিও ।
প্রেমের মোহোতে,
ভুলেছিলাম দুঃখের বাণীও ।
মিষ্টি সেই মুখটির হাসি,
দেখে মনে হতো,
সর্বদা তাকেই ভালবাসি ।
হঠাৎ স্বপ্নে পরেছিল চোখে,
অনুভূতি সেই,
পারিনি বলতে মুখে ।
অনুভূতি আজ,
আশ্রয় নিয়েছে চোখে,
চশমার আরালে,
তাদের লাগামহীন পার্থনা ।
তারাই জানে,
তাদের নিজস্ব যন্ত্রণা ।।