ঘাসের শীরায় শীরায় আজ,
মুখ লুকোনো কুয়াশা ।
নিদারুণ জ্যোতির্ময় যুক্ত,
বাতাসে বইছে হিমেল হাওয়া ।
পাতা ঝরা গাছ যেন রবির প্রতীক্ষায় ।
কারন
আজ আমার শহরে শীতকাল ।।
.........................................................
শালিক পাখিরা যেন শরীর ফুলিয়ে,
এক মুঠো উষ্ণতার অপেক্ষায় ।
তিস্তা আর করলা বইছে নিস্তব্দ সুরে,
দেখা যায়না আর মাঝীদের নদী তীরে ।
কারন
আজ আমার শহরে শীতকাল ।।
.........................................................
আমার কুঁড়ে ঘড়ে আজ,
জমেছে শীতল মেঘের আলোড়ন ।
মাঠ ঘাট,জল,ফাঙ্কা রাস্তা,চায়ের দোকান,
সব যেন ব্যাথা শরীরে শুয়ে আছে কম্বলের নীচে ।
কারন
আজ আমার শহরে শীতকাল ।।
.........................................................
পাঠ্য বইএর পাতায় পাতায় রাখা,
কাব্যহীন কিছু গল্প,
শহরের সেই পুরনো লাইব্রেরীতে আজ শান্ত ।
শীতল গন্ধ ছরিয়েছে চারিদীকে ।
অপরূপ অপরূপ নিদারুণ ।
কারন
আজ আমার শহরে শীতকাল ।।


(জলপাইগুড়ির স্মৃতিতে আজ লেখা এই কবিতা)