আমি একলা পথে,
          সঙ্গে স্মৃতির আগুন ।
আমার স্থায়িত্ব আজ,
          পুড়ে ছাই সমতুল্য ।
বহির্ভূত আর বঞ্ছিত ।
শেষ বিকেলের শেষ সন্ধ্যায়,
          তোমায় দেখার সাধ ।
সকাল গরিয়ে বিকাল,
          আর একটু পরেই রাত ।
আমার স্বপ্ন আজ,
          বিক্রি হয়ে বাজারে ।
কিলো কিলো তে সুখ,
          সব যন্ত্রণায় মিশে ।
সবশেষে পরিণতি নির্বিশেষে ।
আমি একলা পথে,
          সঙ্গে স্মৃতির আগুন ।