(অমিতাভ মল্লিক-এর আত্মার উদ্দেশ্যে)


আসলো আকাশ,
উরিয়ে বাতাস,
লাগলো তোমার প্রানে।
তুমি উজ্জ্বল,
তুমি ভরসা,
       তোমার মাত্রিভূমির টানে।


আসলো আকাশ,
উরিয়ে বাতাস,
স্পর্শ করলো তোমায়।
যেতে হবে আজ,
ভুলে উঠোনের সাঁঝ,
মনুষত্য আজ কোমায়।

আসলো আকাশ,
উরিয়ে বাতাস,
ক্রন্দন ওই দুটি আঁখি।
তুমি জগত,
তুমি রত্ন,
তোমায় হৃদয় মাঝে রাখি।

আসলো আকাশ,
উরিয়ে বাতাস,
কফিন বদ্ধ তোমার দেহ।
কোথায় রাজনেতা?
কোথায় মন্ত্রী?
ফিরে তাকালোনা কেহ!!

তুমি ফিরবে আবার,
তুমি বইবে শহরে,
তুমি হবে তার অজানা সুখ।
তুমি ফিরে দেখো,
একবার তার দিকে,
কাঁদছে তার স্বপ্ন ভরা বুক।।