শহরের ব্যস্ততম দিনে হারিয়ে গেছি আমি,
আর সংকেতহীন রাস্তায় হারিয়েছে আমার বিশ্বাস।
কংক্রীট-এর মাঝে হারিয়েছে আমার কবিতা,
আর ৮-টা ৮-টার অফিসে হারিয়েছে শেষ চিরকূট স্বপ্ন।
আজ ভুলে গেছি মনখুলে হাসতে,
আজ ভুলে গেছি ভালবাসতে।
বৃষ্টি দেখলে আজ মন হয় খুশি,
মনে হয় যেন আমি আবার পুরাতনে মিশি।
রাতের অন্ধকার ঘড় মনে করায়,
লোডশেডিং-এর ছেলেবেলা।
ব্যাস্ত রাস্তা মনে করায়,
১৮-ই আগস্ট এ কাটানো রাজবাড়ির মেলা।
তাইতো ফিরে যেতে চাই আবার,
পুরনো জীবনের কবিতায়।
হাসি মুখের সেই পুরনো দিনে,
কিংবা আলমারিতে রাখা অ্যালবাম এর,
পুরনো ছবিটায়।।