স্বাধীনতা মানে কি? সংজ্ঞা লিখতে দেয়না স্কুলে?
ভুলে গেলে? বিপ্লবীদের রক্তদান  সেলুলার জেলে।
আমরা কি তাহলে?


স্বাধীনতা মানে শুধু জিন্না- নেহেরুর গোপন বৈঠক নয়,
ফাইল-পত্তর সই-সাবদ নয়।


স্বাধীনতা মানে কেবল ১৫ই অগাস্ট,
ফ্ল্যাগ হোস্টিং, ফুল-মালা- মিষ্টি -লজেন্স নয়।


স্বাধীনতা মানে দেশেরবাসীর প্রতি প্রধানমন্ত্রীর মুচকি ভাষণ, কিংবা সামরিক প্রদর্শন নয়।


আচ্ছা তাহলে স্বাধীনতা কি?
কোথায় থাকে সে??


আত্মহত্যার আগে কৃষকের মনে থাকে?
আখলাকের ফ্রীজে থাকে ??
নির্ভয়া- দামীনির ছেঁড়া পোশাকে থাকে ?
নাকি, ৮০ টা বাচ্চার লাশের তলায় থাকে স্বাধীনতা??


হে ভারতমাতা বলতে পারো!!  তোমার সন্তানেরা উত্তর চায়।  বলো বলো......


স্বাধীনতা মানে, মন্ত্রীর গাড়ী কিংবা বাড়ির ছাদে রঙ চটে যাওয়া ত্রিরঙা পতাকা নয়


স্বাধীনতার অর্থ শুধু কার্গিল-  কাশ্মীর বিজয় নয়।


কূটনীতি - রাষ্ট্র - তেজস- বোর্ফস নয়।


স্বাধীনতা মানে ইনসাসের ডগায় দাড়িয়ে " ভারত মাতা কি জয়" নয়


তাহলে কি? কি?  কি? স্বাধীনতা মানে??


স্বাধীনতা মানে মাষ্টারদার উপরে ফেলা নখ।
ক্ষুদিরামের  চিৎকার করা স্লোগান-- " বন্দেমাতরম "


স্বাধীনতা মানে বিনয়ের স্পর্ধা বাদলের তেজ দীনেশের হিম্মত।
সুভাষের সেনানী ফৌজ - ভগত সিংহের গলা ফাঁটানো সোচ্চার - " ইনকিলাব".....


স্বাধীনতা মানে তীর্থযাত্রীর প্রাণদাতা  সেলিমের সাহস।


স্বাধীনতা মানে পথশিশুর ঢিল দিয়ে আঁকা মানচিত্র।


স্বাধীনতা মানে---
দলিত বধূর ব্রাহ্মন স্বামী।
নাসিরের ঠোঁটে প্রিয়াঙ্কার চুম্বন।
ইটভাটার কচি কচি হাতে পেন
- কাপ ধোওয়া রফিক এর স্কুল এ ভর্তি...
সুপর্না- আমিনা দের টিউশন শেষে নিশ্চিন্তে বাড়ি ফেরা।


আচ্ছা দেশ কি শুধু জন্মভূমি? কাঁটাতার?
তাহলে তো সত্যিই আমরা স্বাধীন। হ্যাঁ হ্যাঁ স্বাধীন।
বৃহৎ ভূখন্ড ভারত সত্যিই স্বাধীন, ভারতীয়রা নয়।


তবে আমি, স্বাধীনতা পাই খুঁজে--- গরম ভাতে, শুকনো চালে গরম ডালে।
স্বাধীনতা মানে তুমি -আমি রাম-রহিমের ভালোবাসা
স্বাধীনতা মানে পাখির ডানা, ভারতীয়দের স্বপ্ন-আশা।


স্বাধীনতা মানে বিপ্লবীদের ধূলোপড়া শহীদ বেদী।
যারা রোজ রাতে জেগে ওঠে; গান গায়...
পত পত সন্ সন্ করে ওড়ে সাটানো পোষ্টার...।
পুরোনো মাল্যদানে আদিম শপথ থেকে যায়
তারা চিৎকার করে বলে-


" পুরা হিন্দুস্থান ভুখা হ্যায় / এ আজাদী ঝুটা হ্যায়"