আমার প্রেমিকা আমার সন্তান!
ছোট ছোট পাওয়া গুলোই তার কাছে বিশাল।
স্প্রিং করা পুতুল, গাড়ি,খেলনা পেলে সে,
অবাধ খুশিতে খিলখিলিয়ে হেসে উঠে।
আমি বুঝতে পারি আমার প্রেমিকা আমার সন্তান।
একটু মায়ার স্পর্শ পেলেই শান্ত বিড়ালের মতো
চুপটি করে বুকের মধ্যে আঁকড়ে ধরে বসে থাকে।
আমার প্রেমিকা আমার সন্তান!
প্রিয় কার্টুন তার গোপাল ভাঁড়!
খুব রেগে গেলে আমি গোপাল ভাঁড়
এর ঝুড়ি খুলে দেই।
আমার প্রেমিকা আমার সন্তান!
তার ঘুমের মধ্যে নিঃশ্বাসের শব্দ আমার ভালোলাগে,
আর ঘামের গন্ধ টাও ভীষণ প্রিয় আমার।
নাহ! তোমরা তাতে যৌনতা খুঁজো না,
কামনা বাসনা খুঁজো না।
এখানে কেবলই ভালোবাসা।।
আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার হাসি দেখি।
কুটুর কুটুর গল্প শোনায় আমায়,
ফিশফিশিয়ে কথা বলতে গিয়ে হেসে কুটিকুটি হয়।
গুটিগুটি পায়ে আমার রাজ্যে তার বিচরন।
এই যে চিৎকার করে ৯ তলা ছাদে দাঁড়িয়ে,
আমায় বলে তোমাকেই ভালোবাসি!!
আমি স্তব্দ হয়ে যাই তখন।
এতো সুন্দর করে কথা কেবল,
শিশুরাই বলতে পারে।
আমার প্রেমিকা আমার সন্তান,
আমার প্রেমিকা শিশুর মতো নিষ্পাপ।
তোমরা  চাহিদা খুঁজো না,
তোমরা আমাদের সম্পর্কে
কোন বিনিময়ের খোঁজ করোনা।
আমার প্রেমিকা আমার নিজস্ব সন্তান!
তার সাথে আমার প্রথম প্রণয় কোন এক
অলৌকিক ভাবে হলেও আমাদের সম্পর্ক টা,
কয়েক শতাব্দি আগের।
এই সম্পর্কের মানে বুঝো আর না বুঝো
প্রশ্ন বাড়িও না!
অতো সিদ্ধি সাধন এখনো হয়নি তোমাদের,
হে সভ্যতার মানুষ!
আমাদের বুঝতে হলে আগে ভালোবাসা বুঝো!
প্রেম বুঝো,প্রণয় বুঝো!
প্রেম আর যৌনতা মিলিয়ে গুলিয়ে ফেলার আগে,
ভাবো, একবার না,বহুবার ভাবো,
ভালোবাসা এসবের ঊর্ধ্বে!
তোমার আর আমার মধ্যে তফাৎ কি জানো এখন?
তুমি প্রেমে যৌনতা খোঁজ,
আর আমি খুঁজি কেবলি ভালোবাসা।