চোখের মণিতে আগুন ছিলো
অন্তরে ভয়াল তীব্র থাবা,
অন্যায়ের সাথে করেনি আপোষ
নাম তার সংক্ষেপে ''বাবা''।

এই যে আমার মুখ অবয়ব
ঠিক যেনো বাবার মতো,
রক্তে যাদের মুক্তির তেজ
করবে কি সে মাথা নত?

শিখিয়েছে বাবা হাসতে হয়
অনাকাঙ্ক্ষিত দুঃখ পেলে,
প্রখর রকম ভালোবাসায়
যায়-বরফ মন ও গলে।

তুখোড় রকম হিংসা কেবল
বাড়ায় ঘৃণা ক্রোধ,
বুকের জমিনে চাষ করো প্রেম
বাঁচবে মনুষ্যবোধ ।

পরিচয় আমার কেবলি মানুষ
বলেছেন বাবা নিজে,
বাবার কথার রাখছি মান
প্রমান হবে কাজে।

সত্যের পথে হেঁটে গিয়ে বাবা
পৌঁছেছেন শান্তির রথে,
আমিও তাই লড়ে যেতে চাই
বাবার দেখানো পথে।