যিনি কোন ধর্মই বিশ্বাস করেন না-
তার নিজের একটা ধর্ম হলো ধর্ম হীনতা।
আমি কোন ধর্মের অনুসারী সেটা ভাবার আগে,
আমার ভাবনায় আসে-
আমার ভেতরে কতো খানি-
'' মানবিকতা, বিকৃত মানসিকতা, জ্ঞ্যান, কিংবা
যে কোন ধর্মের প্রতি সম্মান/ অসম্মান,রয়েছে? ''
আমি ভাবি নিজেকে নিজে কতো খানি
পবিত্রতা দিতে পেরেছি?
কতো খানি শুদ্ধতা আমার ভেতরে করেছি ধারণ?
ধর্মের নাম করে বাণিজ্যে মেতেছি?
নাকি আমার ধর্ম অন্যের কষ্টের কিংবা যন্ত্রণায় অথবা
ঘৃণায় স্থান করে নিয়েছে?
যেই ধর্ম মানুষের কল্যাণে,অন্যায়ের পক্ষে নয়,
যেই ধর্মে হানাহানি নেই, হিংসা নেই,পরনিন্দা নেই !
আমার ধর্ম সেটাই।
আমি সেই ধর্মের পূজারী,
যেই ধর্মে শান্তি ,যেই ধর্মে অনাহারী নেই,
যেই ধর্মে বিলাসিতা নেই,ক্ষমতার অপব্যবহার নেই ।
ওহে মানুষ !
আমি ধর্মের কথা বলছি!
তোমরা ধর্মে আল্লাহ্‌ - ঈশ্বর- ভগবান যিশু
কিংবা তোমার পছন্দ মতো কাউকে টেনে হিঁচড়ে,
অনুগ্রহ করে যুক্ত করো না।