হয়তো একদিন সকালে,
ঘুম ভেঙ্গে দেখবো নিথর দেহ পড়ে আছে বিছানায়!
কি ভয়ানক এ ভাবনা!
মনে শিহরণ তোলার অযাচিত এক প্রেক্ষাপট।


হয়তো একদিন দুপুরে,
সূর্য যখন ঠিক মাথার উপরে,
কল আসবে, যেতে হবে পরপারে!
পরপারের সে কলটি রিসিভ করার জন্যই তো জন্ম থেকে কত অপেক্ষা!


হয়তো একদিন বিকালে,
মিষ্টি রোদের আলো বারান্দায়!
রৌদ্রস্নান করাবে ফাঁকা আরাম কেদারা!
সে কেদারাটি অপেক্ষা করছে নতুন কারো জন্য,
পুরাতন কেদারাবাসী মহাকালের স্রোতে ভেসে গেছে!


হয়তো একদিন সন্ধ্যায়,
ভীষণ কালো করে ঝড় নামবে!
প্রায়সই নামে মনের আকাশে,
ভিজিয়ে দেয় মনের অলি-গলি!
সে বৃষ্টির ছোঁয়া পেয়ে নব কিশলয় স্বপ্ন দেখবে বাঁচার।


হয়তো একদিন রাতে,
চারিদিকে ঘুটঘুটে আঁধার!
হাঁতড়ে বেড়ায় তাতে-
সারা দিনের রঙীন স্বপ্নগুলো!
পাবে কি ঠিকানা খু্ঁজে?
সব কিছুর উর্ধ্বে-
জন্মের পর মৃত্যুই একমাত্র সত্য!
পারবে কি এ নির্মম সত্য মেনে নিতে?


হয়তো একদিন-
আপনি এ কবিতাটি পড়ছেন আর ভাবছেন!
সেদিন হয়তো কবি থাকবে না,
থেকে যাবে তার ভাবনা আর চেতনা!
সেদিন কবে?
এটাই জিজ্ঞাসা!!
এ বিশ্বাসটিকে মিথ্যা করার প্রয়াস-
জীবনের একমাত্র ধন্য আশা!


২৮ জুলাই, ২০২২