এককালে বুঝি ছিলাম বেশ!
সইলোনা সেই আবেশ।
ঘিরে এল আঁধার,
ভয় আছে পথ হারাবার।


একদিন দেখা পেলাম তার,
মনে হলো বুঝি হারানো পৃথিবী ফিরে পেয়েছি আবার!
কিন্তু মানুষ যা ভাবে তা কি সবসময় হয়!
তাই বুঝি সুখ সইলোনা কপালে, জীবন বিষাদময়।


সুধায় মহাকাল- কে তুমি?
কি বা আছে তোমার?
না আছে রূপ, না আছে গুণ!
আমার চাই নাম-যশ, সামাজিক প্রতিপত্তি!
আছে তোমার  ক্যাডার নর্ম বা বিবি এর এডি পদবী!


হাহাকার মনে, এত অসহায় আমি,
কারো কাছে নই এতটুকু দামি!
কি ভেবেছিলাম, আর কি হলো!
এই জীবনের আর কি দাম রইলো?


শিক্ষার শুনেছি কদর আছে,
আজ ঘটছে তার উল্টো!
ভালো চাকরি বা ব্যবসা ছাড়া,
আজ বিয়ের বাজারে নেই মূল্য!


ভালোবাসার আজ দাম নেই,
ভালোবেসে কাউকে তাই পেতে হয় শুধু কষ্ট!
নিজেকে আজ লাগে বড় অচেনা,
অযাচিত মোহে এ জীবন হয়েছে নষ্ট!