পুর‌নো সে দিন কড়া না‌ড়ে দরজায়
অর্থের মন্ত্র‌ীটা টাকা কে‌ড়ে খায়
ব্যাংক য‌দি ভু‌লে যায় গরী‌বের মুখ
মা‌টির সে ব্যাংক ফি‌রে দি‌য়ে যা‌বে স‌ুখ
থাক অ‌তো হি‌সে‌বের ডি‌জিটাল ট্র্যাপ
বারান্দা বাঁশ খুঁ‌টি চো‌খে দে‌খি সাফ
‌নিজ টাকা নিজ ঘ‌রে ঘুমা‌বে অারা‌মে
এ‌সে চোর নে‌বে কত নে‌বে তোলারামে?
তুল‌তে ত ঝু‌ড়ি লা‌গে তোলারা‌মে বো‌ঝে
ব্যাং‌কেই ভর ক‌রে সফ্ ট ট্র্যাক খোঁ‌জে
অ‌র্থের মন্ত্রীর তোলারাম ভাই
‌কে‌টে নে‌বে জেব থে‌কে কোন মাফ নাই।


চল যাই ফি‌রে যাই কু‌মো‌রের ঘ‌রে
‌নিজ হা‌তে সযত‌নে ব্যাংক যে গ‌ড়ে
সরকা‌রে জান‌বে না কার কত অা‌ছে
জয় বাংলার ঘাইয়ে ধরা খায় মা‌ছে
অাবার সে পায় ছাড়া জয় বাংলায়
মা‌ঝে ঘোলা জ‌লে পুঁটি-মলা ম‌রে যায়।


অ‌র্থের মন্ত্রীর গ্যান বড় ভারী
অামরা যে নির্গান, হি‌সে‌বে অানা‌ড়ী
ব‌নেদী ঘরানা তার, সরা লা‌গে ধরা
মর শালা পাব‌লিক, মর গো‌বেচারা।


০২ জুন ২০১৭//বা‌জেট//প‌থে