জানি ভোরের আলো ফুটলেই তুমি ঝরে যাবে, প্রিয়
অদৃশ্য ঝিনুক এসে মুখে পুরবে তোমার ক্ষণিক মুক্তো।
তবু রাতভর গাঢ় অন্ধকারে তুমি গড়ে তোল
প্রত্যয়ের প্রতীক্ষার অমূল্য ধন, চিকচিকে আলো।


সময়ের জগদ্দল পাথর এসে তোমার চড়াই উৎরাই
ভেঙ্গে গুড়িয়ে সমতল করে তুলবে, সময়ের সৌধ
গড়বে বলে, ঢেকে দেবে অসময়ের দূর্বাদল যত।
হোকনা সেখানেই শেষ প্রাণের সঙ্গীত নিহত।


তবু তুমি দূর্বাঘাস হয়ে সাজাবে জীবন আমার
আমি বার বার হেরে যাবো শিশিরের মতো
আমি বারবার হারিয়ে যাবো সময়ের কশাঘাতে
তুমিই নতুন করে নির্মাণ করবে আমাকে আবার।


আমি থাকব না, তুমি থাকবে, থেক চিরকাল
আমার প্রার্থনা তোমার ছায়া হয়ে থাকবে, জেনো।
ক্ষণজন্মাদের স্মৃতি বড় প্রকট হয়, অবিস্মরণীয়
তুমি সেই ক্ষণজন্মাদের উৎসমূল, জন্মদায়িনী এখনো।


এস, এম, আরশাদ ইমাম//২৮.০৪.২০১৫,মঙ্গলবার//ঢাকার জীবন