দুষ্ট মেয়ে এই কবিতা তোমার জন্য ছড়িয়ে দিলাম
আকাশ থেকে রৌদ্র ছায়া মেঘের মায়া কুড়িয়ে নিলাম
বাতাস থেকে বকুল ফুলের সুবাস যত তোমার মত
বুক পকেটে ভরিয়ে নিয়ে ছুটছি এখন অবিরত।


আমার চোখের স্বপ্নগুলো মাথার ভিতর জড়িয়ে যাচ্ছে
আমার মনের ভাবনা গুলো তোমার ছোঁয়ায় খেই হারাচ্ছে
অামার সময় আমার রাত্রি, মহাকালের অভিযাত্রী
খুব প্রভাতের শিশির বিন্দু তোমার কাছে হচ্ছে নত।


এখন আমি একলা পাখি, বাত বিরাতে কাব্য আঁকি
অনেক বছর ঘুমিয়ে থেকে জেগে উঠেই ডাকাডাকি
দেখছি সবাই এগিয়ে গেছে নিয়ন আলোর গন্ডী ছেড়ে
আমিই শুধু সাগর তীরে শরীর মনে লক্ষ ক্ষত।


দুষ্ট মেয়ে একলা পেয়ে কাঠবেড়ালী খাচ্ছে কুরে
তোমার মনের নরোম কোরক লোভের তাপে যাচ্ছে পুড়ে
দিন বদলের আকাঙ্খা সব মিথ্যে চাওয়ায় নষ্ট করে
আবার এসে ভীড় জমালো সবুজ ঘাসে নির্মূলিত।


আবার আমাকে বজ্র হাতে গড়তে হবে ধ্বংস প্রভাত
বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে আনতে হবে আলোর প্রভাত
আবার হাতে তুলতে হবে নতুন কাস্তে নতুন শাবল
যন্ত্র এসে হৃদপিন্ডে হানুক আঘাত যতই প্রবল।


হাল ছেড়েছি অনেক বছর ঘুম কেড়েছে সম্ভাবনা
এখন আবার জাগার সময় আসুক যতই বিড়ম্বনা
কলজে আমার আংরা হবে, চামড়া পুড়ে হবে ছাই
তবু আমার দখল নিতে ছুটতে হবে পাই বা না পাই।


কলের হাতুড়ী এমনি চলেনা সেসব চলতে দু’হাত লাগে
কাস্তে যদিবা আদিম অস্ত্র কলের কাস্তেয় আমায় পাবে
গাঁইতি না হয় অতীত হলোই এক্সপ্লোসিভ রয়েছে সাথে
আর রয়েছে কলের বিদ্যা এবার কি পারবে হারাতে।


আমার দু’হাত আমার অস্ত্র আমার মগজ আমার ত্রাতা
সব মজুরের সব শ্রমিকের কাছে রইলো এই বার্তা
যেটুকু তোমাকে বেপথে চালিয়ে খেয়েছে অস্থি মজ্জা মাংস
যেটুকু আছে এখনো অশেষ সেইটা নিয়েই আঘাত হানবো


তোমার রক্তে ভরছে তাদের লাল-হলদে পানের পাত্র
সুচারু সজ্জা, বর্ণিল আলো তোমার জীবনের জাঁ পল সার্ত্র
গোলাপী খামে আসেনা চিঠি এখন রয়েছে মোবাল মেসেজ
তাই বলে কি প্রেম বনবাসে ভেবেছ মেয়ে জমছে এ্যাশেজ


আঙ্গুল-ফাঁকে পুড়বে সিগার, মনের ভিতরে পুড়বে সমাজ
কল্পনাকে তুলবে টেনে, নতুন দিনের অাহ্বান এ আজ
দুষ্ট মেয়ে তোমার প্রেমে দেখছ কেমন পুড়ছি আমি
স্নিগ্ধ নরোম জোছনা ফেলে মাখছি গায়ে রোদের কালি


এবার দেখো তোমার ডানায় আসবে ঠিকই পুঁজির ডালা
ভর সকালে উঠোন জুড়ে শালিক পাখির দেখবো খেলা
রোদ বাড়তেই নরোম হাওয়া আসবে ছুটে আরাম নিয়ে
তোমার জন্য স্ট্যাটাস লিখবে হারানো বন্ধু ডাকবে জীমে


আমার গায়ের স্বেদ বিন্দু মিলিয়ে যাবে তোমার হাওয়ায়
এক নিমিষে মন আপোষে চুটতে চা’বে সহজ পাওয়ায়
দুষ্ট মেয়ে এসব দিয়ে আজ আমাকে আর পাবে কি?
নতুন প্রেমের জীবন কাব্যে ভরছে আমার সময়-সাকী।


আরশাদ ইমাম//মে দিবস, ২০১৫//ঢাকার জীবন