বাঁধ ভেঙ্গেছে বাঁধ ভেঙ্গেছে বাঁধ ভেঙ্গেছে আজ
আকাশ ভেঙ্গে নামছে দেখ মেঘের অশ্রু রাগ
শুকনো মাঠে কিশোর বালক বন্ধুকে সে ডাকে
বৃষ্টি ধারায় পন্ড খেলা অবাক চেয়ে থাকে
বন্ধুরা নেই বিরান মাঠে ভূঁই পোকাদের মেলা
নতুন তরুণ ঘাসের চারা মেলছে যে ডালপালা
একটি রাতে ভরিয়ে দেবে নতুন সবুজ রঙে
কাল সকালে খেলার সে মাঠ রাঙবে নতুন ঢঙে
ডাকবে কিশোর তরুণ খেলার সঙ্গী সাথী যত
এসো প্রাণের আবেগ ছড়াও সপ্রাণ উজ্জীবিত।।


আরশাদ ইমাম