সাতাশে অাক্রান্ত তিনি
সাতাশেই মুক্তি তার, উড়ে গেছে পাখি
মাঝে ব্যবধান ছ’টি মাস, তারপর সকলই বিনাশ।


এবং এ ক’মাসেই কবিতার ব্যবচ্ছেদ হয়েছে
রক্তের শরীরে, কবিতার গায়ে উল্কি আঁকা হয়েছে
পূর্ণ চন্দ্র নয়, অর্ধ চন্দ্র।


কেউ কি আমাকে বলতে পারো
ইসলামকে চিহ্নিত করতে গিয়ে ওরা
অর্ধচন্দ্র কেন আঁকে, পূর্ণ চন্দ্র নয়?


আমি জানি না, জানবার কোন আয়োজন-প্রয়োজন
আছে বলে আজ আর মনে হয় না,
শুধু মনে হয় এক আজানুলম্বিত অর্ধচন্দ্র
সাপের মত বেষ্টন করে আছে সারাদেহ,
আছে সকল সময়কে, সকল সভ্যতাকে
অথবা সকল নবজাতকের নাভীমূলকে।


(টীকাঃ অধ্যাপক কবি হুমায়ূন আজাদের মৃত্যু ব্যথিত করেছে আমাকে।
ভীষণভাবে, ভীষণ থেকে ভীষণতর, গভীরভাবে, গভীর থেকে আরো গভীরে প্রচুর,
প্রবল, প্রচন্ড। তাঁর ক্ষত আজো বয়ে চলেছি, চিন্তার শোকদুষ্ট স্রোতে/কোন এক ২৭ আগস্ট)


আরশাদ ইমাম//০৬-০৫-২০১৫, বুধবার, ২৩ বৈশাখ ১৪২২//ঢাকার জীবন