তারপর.........
ফিরে আসার পালা।


তোমার হাত ধরে সেই যে রুদ্ধশ্বাস ছুট--- দিগন্তে
একবার ডানহাত ছুঁয়ে, তারপর বামহাত
আবার ফিরে আসা....এবারও যে প্রথম হতে হবে।


জীবনের এ দৌড়ে কখনো দ্বিতীয় হতে নেই।


পিছু নিয়েছিল....অস্তায়মান সূর্য, গাংচিলের দল
পিছু ছাড়েনি তোমার আমার ছায়া-ওরা কখনো পিছু ছাড়েনা
                                    ছেড়ে যায় না কোনদিন।


ফিরে আসার পথটাও তত সুন্দর নয়।


যাকে ফেলে গিয়েছিলাম দিগন্ত ছোঁব বলে-
তখন তো ভাবিনি এ পথে ফিরব আবার-ভেবেছিলাম
দিগন্ত?- তাকে তো ছোঁয়া যায় না, শুধুই চেষ্টা।
আজ বুঝি দিগন্ত মানে
                          শুধু সামনে চলা নয়
                          রণ কৌশলের মতো
কখনো পিছু হটা-তা না হলেও-একেবারে উল্টোপথে
                          ছুটে চলাও হতে পারে।


তুমি আমি এখন এক দিগন্ত থেকে অন্য দিগন্তের পথে।


যে পথ ফেলে গিয়েছিলাম-পুনর্বার সে পথে যাবার বেলায়
                          সে পথ পাইনা খুঁজে।
                          বদলে গেছে সব-দিনের তাপে
                          দালির গলিত ঘড়ি যেনো-
                          স্বর্ণকারের ছাঁচে পড়ে নতুন সাজে
                          সেজেছে নিজের গা


দিগন্ত তাই ছাঁচ থেকে ছাঁচে নিজেকে গড়া।


আরশাদ ইমাম//১ম লিখন-০৭.০২.২০০৪-১ম প্রহর//ঢাকার জীবন