দোষটা কার?
সিগারেটে স্বাদ পাই না, তেতো
সিগারেটই কি তিতকুটে হলো
নাকি জিহ্বা হারিয়েছে আস্বাদন ক্ষমতা!


দোষটা কার?
এত যে আগুন জ্বলছে
অথচ পুড়ছি না, মাংস-চর্ম-হাড়
পুড়লে তো সোনা হতাম
সোনালী আলোয় ভরত সংসার।
তাতো হয় না!
আগুনই কি নিস্তেজ হলো-
নাকি বদলে গেছে মানুষের শরীর
নকলের নিখুঁত সমাহার!


দোষটা কার?
আমাকে হত্যার জন্য অস্ত্র তুলে নিলে হাতে
অথচ আমি যে সুরে গাচ্ছিলাম
সেই সুরে সুর মিলিয়ে তুমি
ফিরে গেলে ব্যক্তিগত শ্মশানে
সঙ্গীণ চালালে নিজের গলায়।
সত্যি বলতো, দোষটা কার?


রাত হলো না
ভোরও এলো না
সারাটাক্ষণ গোধুলীবেলা, আলো-ছায়ার নীড়
আমাকে বলতে পারো কি, একবার
এই ব্যর্থতা কার?


আরশাদ ইমাম//১ম লিখনঃ ২৬-০৩-১৯৯৬, সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়//ঢাকার জীবন