১. খাবার টেবিল


‘‘ইম্পসিবল’’ বলেই তুমি টেবিল হতে
হাত গুটিয়ে চলে গেলে সামনে হতে।
আমার চোখের সামনে তখন রাশি রাশি
খাদ্য হাসে তোমার ঘরের নীল আলোতে
হালকা হওয়ায় অনড় হয়ে পড়ে যখন
সেইখানেতে দৃষ্টি আমার আটকে তখন।
চিকেন রান কোমল পানি আতপ চালে
অভিমানে বিষম খেয়ে একলা গেলা
আগলে রেখে কি আর হবে কাল-আকালে
চিনে মাটির বাটির গায়ে সুরার ছোঁয়া
হলদে দাগে চিড় ধরেছে ততক্ষণে
টিক্কা কাবাব পানির বোতল থাক আধোয়া।।


২. টেবিল ছেড়ে


রাজা খাচ্ছে খাচ্ছে উজির খাচ্ছে ঘোড়া
দেশলাই এর কাঠি খাচ্ছে জোড়া জোড়া
গন্ঞ্জিকা বা ইয়াবা আছে কিংবা সীসা
পিয়ানোতে সুর বাজছে জীবন নেশা
দিন খাচ্ছে রাত খাচ্ছে স্বপ্নে ভরা
জীবনটাকে খেয়ে যাচ্ছে কেন, কারা?
জীবনটাতে থ্রিলিং ফ্রিলিং চাচ্ছে যারা
পকেট ভরা ডলার রিয়েল পীনোন্নত
মানব শরীর খেয়ে খেয়ে বমির মত
নতুন কিছু আনতে হবে খাবার থালায়
সময়গুলো যায় ফুরিয়ে অবহেলায়।


আরশাদ ইমাম//১১.১১.১৯৯২ ও ০৮.০৫.২০১৫//ঢাকার জীবন