আমার এক মুষ্ঠি জীবন যদি কলি হয়,
আর কত পাপড়ি ছড়াবো তা থেকে!
পাপড়ি ঝরিয়ে ঝরিয়ে কলি নিঃশেষ হয়
ফুল ফোটা তার হয় না।

তুমি ডালা এনে রাখলে বুকের উপর
‘‘দাও, শৈশব, কৈশোর, তারুণ্য..’’
‘‘আর যৌবন?’’
‘‘আলাদা করে’’
‘‘কেনো?’’
‘‘পরীক্ষা করে দেখতে হবে’’
‘‘কি?’’
‘‘কতটা তাপ ছড়িয়েছে, কতটা উষ্ণ’’
‘‘অথবা কতটা শীতলতা..’’
‘‘ঠিক তাই’’
‘‘থার্মোমিটার?’’
‘‘কি?’’
‘‘আছে?’’
‘‘কি হবে?’’
‘‘মাপবে কি দিয়ে?’’

তখন তুমি আরেকটা ডালা এনে রাখলে, পাশে..
‘‘এটাতে দাও।’’
‘‘কিন্তু....’’
‘‘এটা আমার পাঁজরের ডালা,
এর ভিতরে হৃদপিন্ড আছে।
জানো তো? হৃদয় ছাড়া উষ্ণতা
মাপা যায়না, জানা যায় না
যুবার শীতলতা।’’

আরশাদ ইমাম//সোমবার, ১১.০৫.২০১৫//ঢাকার জীবন