ভয়ে ভয়ে কাপড়টা তুলেই দেখি
নিচে শুয়ে আছে নিষ্প্রাণ দেহ
নির্মীলিত চোখ,
অথচ আমাকে ডেকেছিল সে
খুব গল্প হবে আজ সারারাত
তারপর আসবে প্রত্যাশিত ভোর।


এখন পাথরের চাঁই এর মধ্যে
নিস্ফলা পড়ে আছে
হৃদয়জ উত্তাপের বীজ।
বৃষ্টি নেই, খরাও নেই
এ যেন সময়হীন সময়ে আটকে পড়া
জীবন আর মৃতের মধ্যে ব্রীজ।
আমি তাকে জীবন্মৃত বলি
ইচ্ছে হলে পরখ করে দেখো
ইচ্ছে না হলে মুখেও এনো না, থাক্‌।


আমরা কেউ কি জানি
মানুষের ভালাবাসার অাহ্বানে থাকে-
কতটা প্রেম? কতটা পাপ?
কতটা উত্তাপ অথবা কতটা সন্তাপ?


আরশাদ ইমাম//২৬ মার্চ, ১৯৯৬//সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়//ঢাকার জীবন