আজ কোন কবিতা নয়
নয় কোন প্রতিবাদ বা দুঃখবোধ
প্রতিশোধ নেবে অথবা প্রতিরোধ
নেই সমাজে সেই মানবতাবোধ


আজ অমানুষের নখরে ক্ষতবিক্ষত দেশ
বাংলার মানুষ, তোমার ভাই, তোমার প্রিয় সন্তান আজ ক্রমশঃ নিঃশেষ
চোখ বন্ধ করে কী দেখতে চাও তুমি
বিষাক্ত আজ আমার প্রিয় মাতৃভূমি।


কোথাও বিষাক্ত সবুজে ভরে আছে মাঠ
কোথাও তাজা রক্ত ভিজিয়ে দিচ্ছে মাটি
কোথাও আশ্চর্য সকাল দূষিত হচ্ছে
কোথাও আশ্চর্য সময় নষ্ট করছে অনাহুত কাক, জীবন্ত শবদেহ নিয়ে
পড়ে আছি আমি।


এ তোমার শেষ সুযোগ, আর পাবেনা
যদি পারো শুধরে নাও নিজেকে, নয়তো পরাজয় তোমাকে টোটাবিদ্ধ করবে
পারবে না। ভেবেছ পার পাবে আমাকে অবহেলা করে,
এমন সুবাতাস এখন ক্রমে নিষিদ্ধ হয়ে আসছে
এদেশে, ভুলে যেও না।


আমাকে ছিন্নভিন্ন করে বাংলাদেশে আর সোনালী সূর্যোদয় হবে না।
কেবল অন্ধকার,
নিষিদ্ধ সব অনন্ত আনন্দ।


আরশাদ//সময়হীন//ব্লগার হত্যা