বাগানে হাস্নাহেনা আর কামিনীর ঝাড়ে
সিলিংয়ে কবুতরের বাকবাকুম
বাথরূমে টিপটিপ জল পড়ার শব্দ
পৃথিবীতে উন্মন হাওয়া, আজ।


হঠাৎ নিভে যায় আলো
থেমে যায় পাতায় পাতায় বাতাসের চলাচল
কবুতরেরা ঘুমিয়ে পড়ে কুহুক ঘুমে
জলপড়া থেমে যায়, নিশ্চুপ চারপাশ।
তারপর আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে,
ফুলের গন্ধে বাতাস সুরভিত,
জানালার পর্দা ওড়ে স্বাধীন পতাকার মতো,
এতো গেলো নৈঃশব্দের অনুবাদ।


সেই রাতে সেই একটানা শব্দের
নৈঃশব্দতায়, বুকের তানপুরায়
একটা সুর আচমকা বেজে উঠেছিল
বুঝতে পারিনি তার অর্থ তখন,
আজ নিজস্ব নীল অম্বরে ডুবে বুঝে গেছি
সময়ের একটা সর্বগ্রাসী ঢেউ আছে, সবখানে,
সেটা ছিলো তারই আসার শব্দ।


ঢেউ আসে ঢেউ চলে যায়
ঢেউ এর গায়ে আচঁড় পড়ে না কিছু
অথচ সয়লাব হয়ে যায় মাটির পৃথিবী
অথবা কোন সবল হৃদয়ও ব্যথায় নুব্জ্য হয় শুধু।।


এস, এম, আরশাদ ইমাম//০১ জৈষ্ঠ্য, ১৪২২; ১৬ মে, ২০১৫//ঢাকার জীবন