কলম ধরা ছেড়েই দিয়েছিলাম
কতদিন হলো ছুঁয়ে দেখিনি কাগজ
ভাবতে ভুলেই গিয়েছিলাম
কতকাল প্রশ্রয় দিইনি কল্পনাকে।
আজ হলো কি!


আবার দেখি কলম হাতে
কাগজ নিয়ে নাড়াচাড়া
আবার এলাম ভাবনার কাছে নত হয়ে
নিষিদ্ধ সঙ্গমের মতো কল্পনাকে মন্থনরত দেখি নিজেকে।


আমি তো শবদেহ হয়ে
নিজের শীতলতার ভারকে বয়েই চলছিলাম
অস্তাচলের দিকে,
আর নীরব চোখের জলের স্যাঁত স্যাঁতে আমেজে
ভারাক্রান্ত ছিলাম অবিনয়ে।
আজ এমন হলো কেন!


হৃদয়টা যেন হঠাৎ করেই শরৎ হলো
বর্ষার আকাশে কালো মেঘেরা কালি ঝেড়ে হলো বক,
হলো হালকা হাসির মতো,
এলোমেলো বাতাস লেগে স্মৃতির যত পাতা
অতীত কোথায় ভবিষ্যৎ বা কোথায়
উলট-পালট হয়ে গিয়ে
একাকার করে ফেলল-সুললিত সেতুবন্ধে।
কখন, কেন?


এস, এম, আরশাদ ইমাম//১৯.০৫.২০১৫; মঙ্গলবার//ঢাকার জীবন