বার্লিন প্রাচীর ভাঙ্গে
ভাঙ্গে প্রাচীন সমুদ্রতট
ভাংতে ভাংতেই একদিন
গড়ে ওঠে নতুন জনপদ।
ভাঙ্গনের মধ্যেই নিহিত
জন্মের সন্ঞ্জীবনী বীজ।


হঠাৎ করেই খসে যায়
বয়েসী কোন দেয়ালের
ভাঙ্গন শুরুর প্রথম একটি ইট
তারপর একে একে অসংখ্য,
খসে পড়ে কত শত স্মৃতি,
ভালবাসা মিলন বিরহ
কাতরতার পাদপীঠ।


কস্মিনকালেও ভাবিনি,
এখন যে ভাবছি-তাও বলব না,
দেয়ালের ভাঙনের শুরু হয়েছে;
বরং এটা হতে পারে
স্থান করে দেয়ার শুরু
নতুন দেয়াল তুলবার প্রথম পাঠ;
আমি ভাবি না, শংকিতও না।


তবে-
অবদমিত মন কত কিছু প্রত্যাশা করে
কতকিছু জেনে যায় আগে থেকেই
নতুন আলো পেতে চায় গহীন অন্ধকার
চায় দপ করে জ্বলে উঠতে পোড়াতে প্রাচীন,
সম্ভাবনার স্ফুলিঙ্গ জ্বলে উঠবার আগেই
কিভাবে যেন টের পেয়ে যায়
আগামীর বকুল গন্ধমাখা দিন।


এস, এম, আরশাদ ইমাম//২১.০৫.২০১৫; ০৭ জৈষ্ঠ্য ১৪২২//ঢাকার জীবন