আলী হয়দর শেষে কে কে আছে ধ..রে হাল
মাবিয়া না ইয়াজীদ না মজিদের হাতে পাল?
এই নিয়ে আরবের পথে পথে যুদ্ধ
কে কাফিরী, কে বাতিনী, জাহিলী বা শুদ্ধ
ইসলামী খিলাফত শেষ হলো কোন দিন?
কে আমাকে বলে দেবে, কিভাবে তা এতদিন
মুসলিম রাষ্ট্র রেখেছে তা সরিয়ে
আমাদের কাছ থেকে প্রশ্নটা লুকিয়ে
আজ যদি জোর গ’লে জিজ্ঞাসি তোমাদের
ইমাম হোসেন কি খলিফা না আমাদের?
নয় যদি, তবে ইসলামী খেলাফত কার
হাত ধরে, দিকে দিকে হবে নব শুরু তার?
প্রশ্নটা থেকে যায় কোন জন, কে নেতা?
সর্বজনীন ইসলামী দেশ প্রণেতা ?
কে হবে খলিফা-সুলতান এই রাষ্ট্রে?
বোগদাদী নাকি এরদোগান তুরস্কে?
এ জবাবে ঘুমে আছে সমাধান যুদ্ধের
ইসলাম হবে কি না শান্তির ও শুদ্ধের।।