কত জনে কত কী বলে, দুষ্ট জনের দুষ্ট মত
তোমাকে বিশ্লিষ্ট করে এমন বুরবক,
সিথানে শরবিদ্ধ শিরস্ত্রাণ রেখে ঘুমায়, কত নিন্দুক,
এইসব হাইডেরা জেকিলের মতো
অধিকার করে রাখে মানুষের মনের নরোম মাটি,
আর সবার মতো তাদের সম্মুখেও তুমি
রেখেছ  সুরের সরোবর আর
অভেদ মন্ত্রবাণ, সহজিয়া অমিয় বাণী।


আজ তোমাকে এই শুভ্রতম শয্যায় দেখেও যাদের
গলে না হৃদয়, পশু তারা, মানুষ কীভাবে হয়!
আমাকে নিক্ষিপ্ত করে আগুন-পাহাড়ের জ্বালামুখে, ম্যাগমায়
পম্পেই থেকে উঠে আসে যেন আর্বাসেস, আবার; কী লাভ!
আমাদের প্রার্থনা গ্লকাস যেন ফিরে পায় তার প্রিয়তম আয়োনকে।  
নিডিয়া যেন ফের মেলে ধরে ফুলডালা,
জীবনের সব লোভ-পাপ ধুয়ে, নিজেকে আগুনে পুড়ে
উঠে আসে পোড়া জলের অন্তর্লীন হতে। শুদ্ধ সতেজ।


এস, এম, আরশাদ ইমাম//০১.০৬.২০১৫; সোমবার; ১৮ জ্যৈষ্ঠ ১৪২২//ঢাকার জীবন