১.


তোমাকে মনে পড়ে, এই সময়, এই চন্দ্রালোকিত রাতে,
আমার ঘুমের পাপড়িগুলো ঝরে গেলো হঠাৎ করে।


এই রকম চাঁদ ফোটা জোছনা ধোয়া রাতে
তুমি ঘুমাও গন্ধরাজের মতো গন্ধ বিলিয়ে,
আমি ছটফট করি, ডুবে থাকি কি এক ঘোরে ।


আমার যত অনুভব, না বলা কথা
তোমার মনের মুকুরে ভাষা হয়ে ওঠে না,
আমি কাতরাই একাকী নিভৃতে
তোমার স্থবিরতা তবু একটুও কাটেনা ।।


২.

এখন এই কর্ম ব্যস্ততার নিবিড় বূহ্য ভেদ করে
তোমার মুখ মনে পড়ছে।
প্রেরণা দিচ্ছে কিনা, জানি না
কিন্তু যা কিছু একাগ্রতার সুতা, ছিঁড়ে দিচ্ছে
আমার একান্ত ভাবনা তোমার চিন্তার সাথে লেপ্টে যাচ্ছে ।


এইখানে এইভাবে বসে আমি কাঁদি
নিখাদ শব্দহীন যন্ত্রণায়, আর
আরেকটি অবহেলার দিনের ভয়, যে ভয়ের কথা
একদিন তুমি অবলীলায় বলেছিলে;
আজ আমার ভিতরেই তার বিপুল উপস্থিতি টের পাই।


এস, এম, আরশাদ ইমাম//০৯.০৮.১৯৯৩ ইং //সুসেহ-৫৩২