এইযে আমার মৃত সময়
ক্লান্ত দুপুর, তিক্ত বিকেল, বিমর্ষ সন্ধ্যা
তারপর সূর্যাস্তের পরে
নিয়ন আলোয় বন্যায় ভেসে
আগুন নিয়ে খেলা-
সেটা কি শুধু একান্ত আমারই?


এই যে আমার পড়তে বসে
হঠাৎ হারানো, হঠাৎ যন্ত্রণা, বাকরূদ্ধতা
সামলে উঠেই আনমনে
সময়টাকে ভুলে গিয়ে
অচির কোথাও বিলীন-
সেটা কি এখন একান্ত আমারই?


কেউ কি নেই ওপাশটাতে?
যে পাশ দিয়ে সূর্য ওঠে আকাশে
যে সিঁড়ি দিয়ে নেমে যায় সাগরে
যেদিক থেকে মেঘ আসে
ঝলমলে আলোটাকে আড়াল করে বা
যেদিক থেকে মুষলধারে বর্ষা নামে
ভাসিয়ে দেয় সবুজ গাছ, নীলাম্বর-
সেই সেখানে নেই কি কেউ?


হঠাৎ দেখা, অনেক চেনা
অনেক স্মৃতির বিনিময়ে একটু জানা
আবার উষর বুক থেকে
শক্ত করে বাঁধতে চেয়েও
সেই পাথরের হারিয়ে যাওয়া-
সবই আমার কারণ?


এই যে এখন চোখের কোনায়
যে পথ দিয়ে কান্না আসে
অশ্রু জমে, ইচ্ছে করে
সে পথটাতে আগুন ঢেলে বন্ধ করা;
তোমাদের এই পৃথিবীকে
ভুলে গিয়ে অচেতনে পড়ে থাকা-
সবই আমার আমার?


এস, এম, আরশাদ ইমাম//৪ জানুয়ারি (বিকেল-৪.৫০মিনিট), ১৯৯৪//১৭২ সূসেহ, ঢা.বি. ।
(পুনঃলিখন //১০ এপ্রিল, //১৭২ সূসেহ, ঢা.বি.।)