সার সার বুনো ঝোপ, সামনে উত্তাল নদী
তুমি বসে বিরক্ত মুখে, জানিনা পরিণতি।
হয়তো হবে না কিছুই নিরন্তর শূন্যতা
বুনে চলি মনের চরকা, জীবনের গাথা।
চোখে চোখ, দেখি অশ্রু, দ্রবীভূত ক্রোধ
নিস্ফল আক্রোশে ভা্ঙে মনের বাধ বোধ
আশাহত হই, তবু আশার প্রাসাদ গড়ি
ভাঙা তরী ভাসিয়ে ভাল লাগার হাল ধরি
কেঁদে যায় গোধুলি বেলা পড়ন্ত লাল সূ্র্য
ইতিকথা এখনি শোনাবে তবুও তো ধৈর্য্য
ছিল না ঝড়, বন্যা, তবু, কুয়াশার ঘোর
সেদিন ভাঙেনি কিছুই, ভেঙেছে অনেক পর
সসময় গড়িয়ে সন্ধ্যা, স্থান বদলে যায়
তোমার বিরক্তি ক্রমে গড়ায় অবহেলায়
তুমি কি জানতে কী হবে সেই সন্ধ্যার পরে
নিজেকে ভেঙেছি আমি, নিজেকে নিয়েছি গড়ে।


এস, এম, আরশাদ ইমাম//২৪ সেপ্টেম্বর (রাত-১.৪৯), ১৯৯৬//
সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ।