যে আগুন পোড়ায় আমায়
ক্ষোভ তার ব্যকরণহীন অপরিমিত
লকলকে জিহ্বা তার, পুড়ে দেয়, অবিরাম অবিরত।
কেন পোড়ে, পুড়ে কী লাভ,
কেন জ্বলে, পোড়ে কোন পাপ
কিছুই জানে না সে, নির্বোধ, শত মাথা, দেহ, হাত-পা
কোথায় জন্ম তার, কেন জন্ম
মৃত্যু কোথায় হবে, কখন, কিভাবে
এসব ভাবে না সে, সেটা তার কাজও নাকি নয়, বোঝে না,
কে তাকে চালায়, বা কে করে শাসন, পোষণ জানে না
কে তাকে মুক্ত করে, অথবা উন্মত্ত করে, এসব তার বিবেচ্য না
আগুন সে, নতজানু উদ্ধত অন্ধ
আমাকে পোড়াতে তার কখনোই হবে না দ্বন্দ
সাইবর্গ যেন, মিশন মগজে, অথবা বাহু-বুকে
নির্দ্বিধায় জ্বালিয়ে দেয়, পুড়িয়ে নিঃস্ব করে
কর্মশেষে নিজেও বিধ্বস্ত।
আগুন কখনো ফেরে না উৎসে তার
একপথে একবারই চলে, কখনো দু’বার না
এক আগুন কখনো কিছু দু’বার পোড়ে না।


একবার যে পোড়াতে পারে, তাকে আর যাচাই করতে হয় না।
আমাকে পুড়েছে আগুন, যে আগুন, তাকে আমি কিছুই বলব না।
যে আমাকে পোড়াতে চায়, পোড়ায়-জ্বালিয়ে দেয়, সে আমার বন্ধু হতে পারে না।


এস, এম, আরশাদ ইমাম//০৮.০৬.২০১৫; সোমবার; আজ ২৫ জ্যৈষ্ঠ ১৪২২//দিনাজপুরের দিন


[আজ ভোর রাতে আগুনে আমার পৈত্রিক নিবাসের স্থাবর সম্পত্তি, একটি বিজনেস সেন্টার/মার্কেট আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে। এমনই পুড়েছে যে, কিছুই রক্ষা করা সম্ভব হয় নি। এ আগুন বোকা আগুন, আগুন চির অসভ্য জিনিস, এর কোন বোধ নেই, সভ্যতা-ভব্যতা নেই। যারা আগুন নিয়ে খেলে তারা তাহলে কেমন? ]