কিভাবে কেটে যায় সারাটি সময়
কিভাবে পুড়ে যায় চরাচর নগর
কিভাবে ডুবে যায় জেগে ওঠা চর
কিভাবে ভেসে যায় অচেনা অন্দর
             এতকাল পরে অবগুণ্ঠন খুলে
             দেখি জানি না, কিছু জানি না।


আমাকে যে ভাসিয়ে নেয়
অচেনা আলোর রঙে, রাঙিয়ে নেয়
অদেখা স্বপ্নে যে মূর্ত হয়ে ওঠে
অযথা আচানক স্বপ্নোত্থিত হয়ে
সব কিছু ভেঙ্গেচুরে তাড়িয়ে নেয়
সে ও জানে না, কিভাবে কি হয়ে যায়
         তার অজান্তেই, সে জানে না।


কিছু কথা না বলা থেকেই গেল,
কিছু সময় অসময় থেকে আলাদা হলো,
কিছু মুহূর্ত সাধারণ থেকে অসাধারণের মর্যাদা পেল
আর কিছু কিছু কথা, হল কথামালা।
সবই হলো, যখন জীবনের অবেলা
         হলো সে জানি, কেন হলো তা
         জানি না, আমি জানি না।


আমাকে নতুন উপলদ্ধি এনে দিল
নিজেকে খুঁড়ে দেখবার সব আয়োজন পুরা হলো
পুরনো আয়নায় জমে ওঠা ধুলো ময়লা
এক বরষার জলধারায় ধুয়ে মুছে সাফ হলো
এক ফাগুনের আগুন হাওয়ায় উড়ে গেল
         তোমার কিছু জানা হলো না, আর
         আর আমার নতুন করে জানার শুরু হলো।।